বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আগামী মাসে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনের দিনেই আয়োজিত গণভোট সম্পর্কে সচেতনতা তৈরির জন্য দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে। সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, দুই অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা দপ্তরকে এই নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
পৃথক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের লোগোসহ ব্যানার ও ফেস্টুন দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করতে হবে এবং সরকারি সব যোগাযোগ ও দাপ্তরিক চিঠিপত্রে এই লোগো ব্যবহার করতে হবে। মাদ্রাসা অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, অভিভাবক সমাবেশ, শিক্ষার্থী, নোটিশ বোর্ড ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণা চালাতে হবে। এই পদক্ষেপ মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে নেওয়া হয়েছে।
জুলাই জাতীয় সনদ ২০২৫-এ উল্লিখিত রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রস্তাবগুলোর ওপর জনগণের রায় নিতে এই গণভোট অনুষ্ঠিত হবে।