Web Analytics

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেছা হলে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের দুই প্রার্থী টাকা ও চকলেট বিতরণের কথা স্বীকার করেছেন, যা জকসু নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন। শুক্রবার রাত প্রায় ১১টার দিকে নারী শিক্ষার্থীদের এই আবাসিক হলে ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ৩ হাজার টাকা প্রদান করছেন এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিলের শুভাকাঙ্ক্ষীরা শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করেছেন।

খাদিজাতুল কুবরা স্বীকার করেছেন যে টাকা দেওয়া হয়েছে, তবে দাবি করেছেন এটি মেধাবী শিক্ষার্থীদের জন্য পূর্বঘোষিত বৃত্তি কর্মসূচির অংশ। নির্বাচনের কয়েক দিন আগে অর্থ বিতরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি আর কোনো মন্তব্য করেননি। তানজিল বলেন, তিনি নিজে এমন কিছু করেননি, তবে কিছু শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদের মধ্যে চকলেট বিতরণ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। হল প্রভোস্ট আঞ্জমান আরা বলেন, তিনি বিষয়টি জানেন না এবং কোনো অভিযোগ পাননি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!