পঞ্চগড় ও নীলফামারীর টমেটো চাষী ও ব্যবসায়ীরা ভারত থেকে টমেটো আমদানি বন্ধের দাবি জানিয়েছেন, কারণ এতে স্থানীয় বাজারে টমেটোর দাম মারাত্মকভাবে কমে গেছে। তারা মানববন্ধনের মাধ্যমে জানান, মৌসুম শেষে তারা চড়া দামে টমেটো কিনেছেন, কিন্তু আমদানির কারণে দাম পড়ে গেছে। ফলে কৃষক ও শ্রমিকদের পাওনা পরিশোধে তারা অক্ষম। তারা বলেন, যদি আমদানি দুই সপ্তাহের জন্য বন্ধ না হয়, তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, এমনকি জমি বিক্রির প্রয়োজন হতে পারে।