সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ থেকে ১৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক সপ্তাহের অভিযানে দেশজুড়ে ১৮ হাজার ৮৮০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি বিভিন্ন সংস্থার সহযোগিতায় পরিচালিত এই যৌথ অভিযানে বসবাস, সীমান্ত ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়।
সৌদি দৈনিক ওকাজের তথ্যমতে, ১১ হাজার ১৯০ জনকে বৈধ বসবাসের নথি না থাকার কারণে, ৩ হাজার ৮০১ জনকে সীমান্ত আইন ভঙ্গ করে প্রবেশের অভিযোগে এবং ২ হাজার ৮৮৯ জনকে শ্রম আইন লঙ্ঘনের কারণে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দেওয়ার অভিযোগে ১৫ জন সৌদি নাগরিককেও আটক করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, অবৈধ অভিবাসীদের সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড ও ১০ লাখ রিয়াল জরিমানা হতে পারে।
এই অভিযান সৌদি আরবের শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অবৈধ অভিবাসন রোধে চলমান প্রচেষ্টার অংশ। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।