Web Analytics

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীকে আহ্বান জানিয়েছেন, যে দলকেই ভোট দিন না কেন, সংস্কারের পক্ষে ‘হ্যাঁ ভোট’ দিতে। সোমবার রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের তিন সদস্যের নির্বাচন পর্যবেক্ষণ দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবস।

ডা. শফিকুর রহমান জানান, আসন্ন জাতীয় নির্বাচনে আসন সমঝোতা বিষয়ে আগামী এক-দুই দিনের মধ্যেই চূড়ান্ত ঘোষণা আসবে। তিনি বলেন, সব দলের সঙ্গে আলোচনা করে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে। ইইউ প্রতিনিধিরা নির্বাচনের প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে জানতে চেয়েছেন। তিনি তিনটি শর্ত তুলে ধরেন—দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করা এবং সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন।

তিনি বলেন, জামায়াত কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চায় না, বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে চায়। যুবসমাজ ও নারীদের নিরাপত্তা বিষয়ে দলটির বিশেষ মনোযোগ রয়েছে। তিনি জানান, প্রায় ২০০ ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ে নির্বাচন পর্যবেক্ষণ করবেন এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!