গুমসংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, ন্যায়বিচারের নিশ্চয়তা বিচারকদের ব্যক্তিত্ব, দক্ষতা, নিরপেক্ষতা ও সাহসিকতার ওপর নির্ভর করে। শনিবার ঢাকার গুলশানে হোটেল আমারিতে আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, প্রতিটি মামলা সমান নিষ্ঠা ও উদ্যমে বিচার করতে হবে এবং সংবিধানের মূল্যবোধ স্মরণ রাখতে হবে। তিনি আহ্বান জানান এমন একটি বিচারব্যবস্থা গড়ে তুলতে, যেখানে সমাজের সব শ্রেণির মানুষ আদালতের প্রতি আস্থা রাখতে পারে। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের সহযোগিতায় আয়োজিত এ কর্মশালায় হুমা খান বিচারকদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের গুরুত্ব তুলে ধরেন এবং গুমের ভিকটিম পরিবারের দুর্ভোগের কথা উল্লেখ করেন। কর্মশালায় আরও বক্তব্য দেন বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, মো. নূর খান ও আইন সচিব লিয়াকত আলী মোল্লা। এতে প্রায় ৯০ জন বিচারক ও প্রশিক্ষণার্থী অংশ নেন।