রাজধানীর মহাখালী টিবি গেটের পাশে নির্মাণাধীন নার্সিং ইনস্টিটিউট এলাকায় মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে কনস্ট্রাকশন সাইট ম্যানেজার মো. নাজিমুদ্দিন (৪২) আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।
আহতের ভাই আজিমউদ্দিন জানান, ৮–১০ জন মুখোশধারী ব্যক্তি নির্মাণস্থলে এসে ইঞ্জিনিয়ারকে খুঁজে মারধর করে এবং যাওয়ার সময় গুলি চালায়। গুলিটি নাজিমুদ্দিনের বাম হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে নাখালপাড়ায় থাকেন।
পুলিশ ঘটনাটিকে পরিকল্পিত হামলা হিসেবে দেখছে এবং হামলাকারীদের শনাক্তে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।