বরিশালের মুলাদী উপজেলার ৬ কলেজ ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। কমিটিতে অছাত্র, ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তৃণমূল নেতাকর্মীরা। ছাত্রদলের কর্মী আবু নাসের জানান, উপজেলার কলেজগুলোর কমিটি উপজেলা ও পৌর ছাত্রদল নেতাদের গঠন করার কথা; কিন্তু জেলা নেতারা কলেজের কমিটি গঠন করেছেন। মুলাদী সরকারি কলেজের ২৭ জনের মধ্যে একাধিক ছাত্রলীগ কর্মী রয়েছেন। চরকালেখান আদর্শ কলেজ ছাত্রদল কমিটিতে ৭ জনের মধ্যে সহ-সভাপতি মো. আল আমিন ওই কলেজের বঙ্গবন্ধু ছাত্র পরিষদের অর্থবিষয়ক সম্পাদক এবং সাধারণ সম্পাদক মো. মারুফ বিল্লাহ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। তার ওই কলেজে ছাত্রত্ব নেই।