অনিয়মের অভিযোগে এক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় বলে ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
যাদের নিয়োগ বাতিল করা হয়েছে তারা হলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলম। প্রতিবেদনে অনিয়মের প্রকৃতি বা সিদ্ধান্তের পেছনের বিস্তারিত কারণ উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে জানানো হয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে প্রকাশ করা হবে।