বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা নির্বাচনে অংশ নিতে ভয় পায় এবং অজুহাতে নির্বাচন পেছাতে চায়, তারা যেন শুধু প্রেসার গ্রুপ হিসেবেই সীমাবদ্ধ থাকে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা না করে। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, জনগণের মালিকানায় পরিবর্তন আসতে হবে, কারও চাপিয়ে দেওয়া পরিবর্তন গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, মতামতের ভিত্তিতে যতটুকু ঐক্যমত সম্ভব, তা নিয়েই নির্বাচন হতে হবে। সভায় বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেন, সরকার নির্বাচনের কথা বললেও সেটা সত্যিই হবে কি না তা নিয়ে এখনো জনগণের মধ্যে সন্দেহ রয়েছে।