Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে আজ শনিবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে শোক দিবসের ঘোষণা দেন এবং হাদির মৃত্যু দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা দুই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে আনা হয় এবং আজ মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হবে। তার হত্যার বিচার দাবিতে দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!