বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৩ জুন লন্ডনে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন। ড. ইউনূস যে হোটেলে থাকবেন, সেখানেই সকালবেলা এ সৌজন্য সাক্ষাৎ হবে। যদিও এটি প্রটোকল সাক্ষাৎ বলে জানা গেছে, তবু আসন্ন নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে। চলমান রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে এ বৈঠক বিএনপি ও সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও তৈরি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।