Web Analytics

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর ১ আগস্ট থেকে ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই বাড়তি শুল্ক কার্যকরের সময়সীমা আরও বাড়িয়ে ওই দিন পর্যন্ত মেয়াদ দিয়েছেন তিনি। এক চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তিনি জানান, দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি ও বাংলাদেশে প্রচলিত শুল্ক–অশুল্ক বাধা ও নীতিমালা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশে বিদ্যমান বাধা দূর না করলে বাড়তি শুল্ক কার্যকর হবে। তবে বাংলাদেশ যদি মার্কিন বাজার উন্মুক্ত করে ও বৈষম্যমূলক নীতি পরিবর্তন করে, তবে এই শুল্ক পুনর্বিবেচনা করা যেতে পারে বলেও জানান ট্রাম্প। প্রসঙ্গত, একইসঙ্গে ১৪টি দেশের সরকার প্রধানদের কাছে এদিন একটি করে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!