শুরুর দিনেই ঝামেলায় পড়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচটি হট্টগোলের জন্য বন্ধ ছিল প্রায় ৩০ মিনিট। প্রাইম ব্যাংকের ইনিংসের ফাহাদ হোসেনকে এক্সট্রা কাভারে ঠেলে রান নিতে যান ইরফান শুক্কুর। পড়েন রান আউটের ফাঁদে। এরপরই বাঁধে বিপত্তি। ক্রিকেটাররা মাঠ থেকে উঠে আসেন। তালহা জুবায়েরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় ম্যাচ রেফারি আকতারুজ্জামান শিপারের। জুবায়েরকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছেন আম্পায়ার শিপার। পরে আবার খেলা শুরু হয়।