নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ শাসনামলে ভারত যেভাবে চেয়েছে সেভাবেই বাংলাদেশ চালিয়েছে। গণ-অভ্যুত্থানের পরও ভারত আমাদের শান্তিতে থাকতে দিতে চায় না। কী কর্মসূচি হাতে নিলে তিস্তার পানি আমরা পেতে পারি তা নিয়ে ভাবতে হবে। পাকিস্তানের মতো আমাদের এটমবোম বা মিসাইল নেই যে ভয় দেখিয়ে পানির নায্য হিস্যা আদায় করতে পারব। মান্না বলেন, ‘ফারাক্কা চুক্তিতে ভারতের ৪৪ হাজার কিউসেক পানি দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তির পর ধীরে ধীরে ভারত পানির পরিমাণ কমিয়ে দেয়। আগামী ফেব্রুয়ারির পর ভারত আবার নতুন করে চুক্তি নবায়ন করবে। পত্রিকা বা টেলিভিশনে কোথাও কেউ কেন কিছু লিখছে বা বলছে না কেন?’ তিনি বলেন, সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিন। চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে তাদের হাতে চলে যাবে। ইন্টারনেট বিদেশি স্টারলিংক কোম্পানির হাতে দিয়েছেন।