দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের উসকানিমূলক কর্মকাণ্ডের কারণে উত্তর কোরিয়ার কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি বিবেচনা করছে সিউল। ৩ ডিসেম্বর সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আদালতে প্রমাণিত হয়েছে যে ইউন রাজনৈতিক সুবিধা অর্জনের লক্ষ্যে উত্তর কোরিয়াকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন। লি মনে করেন ক্ষমা চাওয়া উচিত, তবে আশঙ্কা করছেন এটি রাজনৈতিকভাবে ‘উত্তরপন্থী’ তকমা দিতে ব্যবহৃত হতে পারে। ইউন-এর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি প্রচারপত্র বহনকারী ড্রোন পাঠিয়ে সীমান্তে উত্তেজনা সৃষ্টি করেছিলেন। তার শাসনামলে ঘোষিত বিতর্কিত মার্শাল ল দেশজুড়ে বিক্ষোভের জন্ম দেয় এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেটিকে অসাংবিধানিক ঘোষণা করে। ইউনকে অভিশংসনের পর পদচ্যুত করা হয় এবং বর্তমানে তিনি বিদ্রোহসহ বিভিন্ন অভিযোগে কারাগারে বিচার অপেক্ষায় আছেন।