প্রধান উপদেষ্টার নির্দেশনায় ভূমিকম্পে মিয়ানমারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী একটি সফল ও সুসমন্বিত মানবিক সহায়তা মিশন সম্পন্ন করেছে। এই মিশনে সশস্ত্র বাহিনী বিভাগের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা সহায়তা দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী উদ্ধারকারী ও চিকিৎসক দলের সদস্যদের সম্মান জানাতে বুধবার ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সশস্ত্র প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান প্রত্যেক সদস্যকে সম্মাননা স্মারক দেন। অনুষ্ঠানে ঢাকাস্থ মিয়ানমারের মিলিটারি, নেভাল ও এয়ার এটার্চসহ সেনা, নৌ, বিমানবাহিনী ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।