ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, পল্লবী থানা যুবলীগের সভাপতি ও উত্তর সিটির সাবেক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়। মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। এদের মধ্যে শুটার ফয়সাল, আলমগীর শেখ ও বাপ্পীসহ পাঁচজন পলাতক রয়েছেন।
পুলিশ জানায়, আওয়ামী-বিরোধী অবস্থান ও নিষিদ্ধ কার্যক্রমে যুক্ত থাকার কারণে হাদিকে হত্যা করা হয়। শফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত ফয়সাল ভিডিওবার্তা দিলেও তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেল আরোহীরা রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে হত্যাচেষ্টার মামলা হিসেবে দায়ের করা মামলাটি পরে হত্যা মামলায় রূপ নেয়।