ডিএমপি জানিয়েছে, ইশতিয়াক হুসাইন একটি পানির বোতল ছুড়ে মারে, যা উপদেষ্টার মাথায় লাগে। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টায় আলুবাজার পুকুরপাড় এলাকায় তার মেস থেকে ডিবি তাকে হেফাজতে নেয়। তার সঙ্গে বসবাসরত অন্যান্য সদস্যদের তাৎক্ষণিকভাবে অবহিত করা হয়। ডিবি কার্যালয়ে উপস্থিত হয়ে উক্ত ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা ও অন্যান্য বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।’ ডিএমপির দাবি, ‘জিজ্ঞাসাবাদের সময় তার বয়স, পেশা, ব্যক্তিগত মানবাধিকার ও আইনের বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে টায় তিনি অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এরূপ কর্মকাণ্ড হতে বিরত থাকবেন মর্মে লিখিত অঙ্গীকারনামা দিতে প্রস্তুত রয়েছেন বলে অবহিত করেন।’ এরপর তাকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।