Web Analytics

ইংলিশ চ্যানেলে রাশিয়ার করভেট ‘আরএফএন স্টকই’ ও ট্যাংকার ‘ইয়েলনা’ আটক করেছে যুক্তরাজ্যের নৌবাহিনী। বিবিসির ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই বছরে যুক্তরাজ্যের জলসীমার আশপাশে রুশ নৌ তৎপরতা ৩০ শতাংশ বেড়েছে। ন্যাটো মিশনের অংশ হিসেবে ব্রিটেন আইসল্যান্ডে তিনটি পোসাইডন পর্যবেক্ষণ বিমান মোতায়েন করেছে, যা উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে রুশ জাহাজ ও সাবমেরিন পর্যবেক্ষণ করবে। এ ঘটনার আগে প্রতিরক্ষা সচিব জন হিলি অভিযোগ করেন, রাশিয়ার গুপ্তচর জাহাজ স্কটল্যান্ড উপকূলে ব্রিটিশ বিমানের পাইলটদের দিকে লেজার ছুঁড়েছিল। হিলি একে ‘অবিবেচক ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, ব্রিটেন যেকোনো অনুপ্রবেশের জবাব দিতে প্রস্তুত। রাশিয়ার লন্ডন দূতাবাস এসব অভিযোগ অস্বীকার করে যুক্তরাজ্যকে গুজব ছড়ানোর অভিযোগ করেছে। ঘটনাটি যুক্তরাজ্যের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির প্রয়োজনীয়তা আরও জোরালো করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।