Web Analytics

ব্রাজিলের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড ভোগ শুরু করার নির্দেশ দিয়েছে। বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেস মঙ্গলবার রায় ঘোষণা করে জানান, এ রায়ের বিরুদ্ধে আর কোনো আপিলের সুযোগ নেই। ৭০ বছর বয়সী বলসোনারো রাজধানী ব্রাসিলিয়ার একটি ফেডারেল পুলিশ কারাগারে সাজা ভোগ করবেন, যেখানে পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাকে ইতিমধ্যে আটক রাখা হয়েছে। গৃহবন্দী অবস্থায় ‘অ্যাংকল মনিটর’ নষ্ট করার অভিযোগেও তাকে গ্রেপ্তার করা হয়। ২০২২ সালের নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরাজয়ের পর তিনি অভ্যুত্থানের পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও সেনাবাহিনী ও বিমানবাহিনীর সমর্থন না পাওয়ায় ষড়যন্ত্রটি ব্যর্থ হয়। ২০২৩ সালের ৮ জানুয়ারি তার সমর্থকেরা ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলা চালায়, যেখানে প্রায় ১,৫০০ জনকে গ্রেপ্তার করা হয়। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা বলসোনারো দেশটিতে বিভাজনমূলক রাজনীতির জন্য পরিচিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।