মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভানিয়ায় এক নির্বাচনী সমাবেশে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। অর্থনৈতিক সাফল্য তুলে ধরার বক্তৃতায় হঠাৎ তিনি ২৮ বছর বয়সী এই কর্মকর্তার সৌন্দর্য ও আত্মবিশ্বাসের প্রশংসা করেন এবং তার ঠোঁটকে ‘ছোট মেশিনগান’-এর সঙ্গে তুলনা করেন।
সমাবেশে উপস্থিত সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করলেও সমালোচকরা ট্রাম্পের মন্তব্যকে নারীবিদ্বেষী ও অশোভন বলে আখ্যা দিয়েছেন। ট্রাম্প একই বক্তৃতায় তার প্রশাসনের লিঙ্গনীতি ও অভিবাসন নীতি নিয়ে বক্তব্য দেন এবং প্রতিপক্ষের অবস্থানের সমালোচনা করেন। এর আগে ২০২৩ সালে নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি লেভিট সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছিলেন।
ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রথম প্রশাসনে সহকারী প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করেছেন। সাম্প্রতিক মন্তব্য নিয়ে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। বিশ্লেষকদের মতে, এই ঘটনা ট্রাম্পের ভাষা ও নারীদের প্রতি তার মনোভাব নিয়ে বিতর্ককে আবারও সামনে আনতে পারে।