সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উপাচার্য অধ্যাপক খান বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন একজন মেধাবী ও প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী, যার স্মৃতি সহপাঠী ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে চিরদিন অম্লান থাকবে। বিশ্ববিদ্যালয় সম্প্রদায়ও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়াত শিক্ষার্থীর অবদান স্মরণ করে জানিয়েছে, বিশ্ববিদ্যালয় তার প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধ এবং তাদের স্মৃতি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। এখনো জানানো হয়নি কবে ও কোথায় তার দাফন সম্পন্ন হবে।