বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল (জসদ) রোববার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে জরুরি কেন্দ্রীয় সভা আহ্বান করেছে। শনিবার সন্ধ্যায় সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে জানান, সভাটি দুপুর আড়াইটায় শুরু হবে এবং সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কেন্দ্রীয় নেতাদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছেন।
অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই স্থানে বিকেল সাড়ে চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ ও জেলা শাখার প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। সভায় সাংগঠনিক সমন্বয় ও আসন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র রাজনীতির সক্রিয় সময়ে এই জরুরি সভা ভবিষ্যৎ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।