বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হুঁশিয়ারি দিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আবারও অশালীন মন্তব্য করা হলে চট্টগ্রাম থেকেই প্রতিরোধ গড়ে তোলা হবে। তিনি তারেক রহমানকে বাংলাদেশের ‘সূর্য’ আখ্যা দিয়ে বলেন, তাকে থামানোর ক্ষমতা কারও নেই। আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের মিছিলে এ কথা বলেন তিনি। মীর হেলাল আরও বলেন, ফ্যাসিস্ট সরকার দেশে মব কালচার চালু করেছে, কিন্তু বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী এবং অন্যায়কে সমর্থন করে না।