Web Analytics

অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) বাংলাদেশ দল মোট ১১টি পদক অর্জন করেছে। এর মধ্যে রয়েছে ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ এবং ৪টি টেকনিক্যাল পদক। ১৭ থেকে ২০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের তরুণ উদ্ভাবকরা অংশ নেন। আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল টিটু সিনিয়র ক্রিয়েটিভ ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করেন।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্রোঞ্জ পদক অর্জন করেছে ওয়াইডাব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ও স্কলাস্টিকা স্কুলের শিক্ষার্থীরা। এছাড়া চারজন শিক্ষার্থী টেকনিক্যাল পদক পেয়েছে ফিজিক্যাল কম্পিউটিং ও ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় বাছাই পর্বের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্বে অংশ নেয়। কর্মকর্তারা বলেন, এই সাফল্য বাংলাদেশের রোবটিক্স শিক্ষার বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং তরুণ প্রজন্মের প্রযুক্তিগত সক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!