ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে আগ্রহ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশে তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। এ ব্যাপারে চীনের প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে তার দেশ। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের পাঠ্যবই ও ওয়েবসাইটে আঞ্চলিক মানচিত্রে চীনের অবস্থান দেখানো নিয়েও আপত্তি জানিয়েছেন। দেশটি আশা করে বাংলাদেশ মানচিত্র পরিবর্তন করবে। পুরনো বিমান নিলামে বাংলাদেশ বিমান বাহিনীকে আমন্ত্রণ জানিয়েছে চীন। চিকিৎসা ভিসা সহজ করতে একদিনেই ভিসা দেওয়ার ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেশটি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।