Web Analytics

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন বন্দি ও অসুস্থ ছিলেন, তখন তার পক্ষে কেউ কথা বলেননি। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এ মন্তব্য করেন।

আসিফ নজরুল বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা খালেদা জিয়াকে সবার কাছে পৌঁছে দিয়েছে এবং অন্য একজনকে বিতাড়িত করেছে। তিনি মনে করেন, বাংলাদেশকে ভালো রাখতে হলে খালেদা জিয়াকে ‘ইন্টারালাইজড’ করতে হবে। একই অনুষ্ঠানে লেখক ও গবেষক অধ্যাপক ড. মাহবুবউল্লাহ বলেন, খালেদা জিয়াকে মানুষ স্মরণ করবে তার ত্যাগ, সততা ও অত্যাচার সহ্য করার ক্ষমতার জন্য।

মাহবুবউল্লাহ আরও বলেন, তার দল ও দেশ যদি খালেদা জিয়ার দেওয়া মন্ত্রগুলো ধারণ করে, তবে তারা টিকে থাকবে; অন্যথায় নয়। তার মতে, খালেদা জিয়ার মৃত্যু সময় বা আগামীর মৃত্যু নয়, বরং তার আদর্শই হবে আগামীর বাংলাদেশের চালিকাশক্তি।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!