Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, গতকাল রবিবার পর্যন্ত সারা দেশে ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে, তবে জমা পড়েছে প্রায় অর্ধশত। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একই দিনে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ইসির তথ্য অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি, এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ঢাকা অঞ্চলে সর্বাধিক ৫০১টি মনোনয়নপত্র সংগ্রহ হয়েছে, এরপর কুমিল্লা ৪০৫ ও ময়মনসিংহে ৩৩৯টি।

ইসি জানিয়েছে, সাধারণত শেষ দিনেই অধিকাংশ প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমার সময় প্রার্থীসহ সর্বোচ্চ পাঁচজন উপস্থিত থাকতে পারবেন এবং কোনো ধরনের মিছিল বা শোডাউন নিষিদ্ধ থাকবে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!