জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এক বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাঈদ ইরাভানি বলেছেন, যতক্ষণ পর্যন্ত নিরাপত্তা পরিষদ ইসরাইলি হামলা থামাতে ব্যর্থ হয়, ততক্ষণ পর্যন্ত ইরান জাতিসংঘ সনদের অধীনে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে যাবে। ইরাভানি বলেন, ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ইসরাইলি হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। ইরাষ আশা করে যে গুতেরেস এবং নিরাপত্তা পরিষদ জাতিসংঘ সনদের অধীনে তাদের দায়িত্ব পালন করবে। আরও বলেন, গুতেরেস ইসরাইলি আগ্রাসন বন্ধে অর্থপূর্ণ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। এছাড়া বিধি অনুযায়ী নিরাপত্তা পরিষদে ইসরাইলের হামলার নিন্দা জানাতে হবে বলেও দাবি করেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।