রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পদ্মা সেতুতে রেল স্থাপনে প্রয়োজনের তুলনায় দ্বিগুণ খরচ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহাসান এইচ মনসুর। রূপপুর প্রকল্পে ১৩ বিলিয়ন ডলার খরচ হয়েছে, যা ৬ বিলিয়ন ডলারে সম্ভব ছিল। পদ্মা সেতুর রেল সেতুর খরচ বিলাসিতা ছাড়া কিছু নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, পলিসি মেকিংয়ে দেশের নয়, নিজেদের স্বার্থে কাজ করা হয়েছে এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা হবে।