ইসরাইলের নিরস্ত্রীকরণের হুমকি প্রত্যাখ্যান করতে লেবানন সরকারকে আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি বলেছে, এই শর্ত মানলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকলেও লেবাননের দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণভাবে সরে যায়নি, যা জাতীয় অগ্রাধিকার লঙ্ঘন করছে।
হিজবুল্লাহ অভিযোগ করেছে, দক্ষিণ লেবাননের পাঁচটি সীমান্ত চৌকিতে ইসরাইলি সেনারা এখনো অবস্থান করছে, যা জানুয়ারির প্রত্যাহার চুক্তির পরিপন্থী। সংগঠনটি বলেছে, ইসরাইলি দখলদারিত্ব অব্যাহত থাকলে প্রতিরোধের অধিকার তাদের রয়েছে এবং এটি বৈধ। অন্যদিকে, ইসরাইল বছরের শেষ নাগাদ হিজবুল্লাহকে নিরস্ত্র করার শর্তে আক্রমণ বন্ধের প্রস্তাব দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যুদ্ধবিরতির পরবর্তী অনিশ্চয়তা ও সীমান্তে নতুন সংঘাতের ঝুঁকি বাড়াচ্ছে। ইসরাইলের আংশিক প্রত্যাহার এবং পারস্পরিক অবিশ্বাস আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।