পায়রা বন্দরকে পরিবেশবান্ধব গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। কুয়াকাটায় আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, বন্দর উন্নয়নে বিদেশি ও বেসরকারি বিনিয়োগ চাওয়া হচ্ছে। রেললাইন সংযোগ, বরিশালে কনটেইনার টার্মিনাল স্থাপন এবং মাতারবাড়ী ও মংলা বন্দর সম্পর্কেও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, বরিশালে যদি আমরা কনটেইনার টার্মিনাল করি, তাহলে হয়তো ভালো হবে।’ পায়রা বন্দরে পার্শ্ববর্তী দেশের মাধ্যমে আরও দুটি টার্মিনাল করার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না বলে জানান নৌ পরিবহন উপদেষ্টা।