বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল বলেছেন, কোনো এলিট গোষ্ঠীর দাসত্ব আর বাংলার জনগণ মানবে না। বাংলাদেশের জনগণ কোনোদিন মাথা নত করেনি। তারা বার বার জেগে উঠেছে। ১৯৪৭ সালে জেগে উঠেছিল, একাত্তরে জেগে উঠেছিল। প্রতিটি লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের জাতীয় সত্তার বিকাশ ঘটেছে। তিনি এই সময় বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ আর কারও দাসত্ব মেনে নিতে চায় না। তিনি জানান, 'জানাক' ও তার সংগঠন সর্বস্তরের মানুষের কাছে গিয়ে তাদের শেখ হাসিনা উৎখাতের কারণ জেনে নতুন দল গঠন করেছে।