Web Analytics

বিএনপি নেতা আমির খসরু বলেছেন, আপনারা দেখেছেন ইতোমধ্যে দেশের সমস্ত মানুষ তারেক রহমানের প্রতিটি স্বপ্নের সঙ্গে নিজেদের দেখতে পাচ্ছে। তারেক বলেছেন, দেশের মানুষ যদি আমাদের সরকারের দায়িত্ব দেয়, প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা করা হবে। দেশের মানুষের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার সব ধরনের কার্যক্রম শেষ হয়েছে। দেশের মানুষের শিক্ষা এবং দক্ষতা বাড়ানোর জন্য বিশাল বিনিয়োগের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, অর্থনীতিকে গণতন্ত্রায়ণ করা হবে, বাংলাদেশের প্রত্যেক মানুষ যাতে আগামী বাংলাদেশে অর্থনীতি উন্নয়নের সহযোগিতা করতে পারে। খসরু বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। এই নেতা বলেন, নির্বাচনকে বাধা দেওয়া মানে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা, বাংলাদেশের মানুষের মালিকানা বন্ধ করা। সুতরাং ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আজকে দক্ষিণ এশিয়াতে বিএনপি সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। এটার কারণ জিয়াউর রহমানের দেশপ্রেম, উন্নয়নের উদ্যোগ, চাষী, কৃষক, শ্রমিক পেশাজীবী সবাইকে নিয়ে বাংলাদেশ।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!