পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারতে হামলার শিকার বাংলাদেশি মিশনগুলোর ভিসা সেকশন নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সাম্প্রতিক আলোচনায় ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা স্থগিত বা সীমিত করা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই, কেবল যেসব মিশনে সমস্যা হয়েছে সেগুলোতেই ভিসা সেকশন বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রে সামাজিক সুরক্ষা গ্রহণকারীদের তালিকায় বাংলাদেশিরা শীর্ষে থাকায় দেশটি এখন ভিসা বন্ডের আওতায় পড়েছে। পাশাপাশি তিনি উল্লেখ করেন, বিভিন্ন দেশে অবৈধ অভিবাসনের দায় আগের সব সরকারের।
এর আগে ২০ ডিসেম্বর নয়াদিল্লি ও ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা সেন্টারে হিন্দু উগ্রপন্থি জঙ্গিদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ২০২৪ সালের ৫ আগস্টের পর ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশনে সহিংস হামলার পর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম সীমিত করে, যার ফলে যাতায়াতে বিঘ্ন ঘটছে।