Web Analytics

ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, জয় সাহেব মৌলবাদের ওপর খুবই ক্ষিপ্ত। টুপিওয়ালা দাড়িওয়ালাদের দেখলে মেজাজ খারাপ হয়। একই বক্তব্য তারেক সাহেবের। তারেক সাহেব আর জয় সাহেবের বক্তব্যে কোনো পার্থক্য নেই। নারায়ণগঞ্জে ফয়জুল করীম বলেন, মির্জা ফখরুল সাহেব শরিয়া আইন বিশ্বাস করেন না। তাকে আমার খুব ভালো লাগে। উনি স্পষ্টবাদী। উনি গণতন্ত্র সম্পর্কে যে আলোচনা করেন উনার দল কি উনার বক্তব্য মানেন? তিনি বলেন, মির্জা ফখরুল সাহেবের নেতারা বক্তব্য দেয়, কেউ যদি অন্য মার্কায় ভোট দেয় তাহলে বিএনপি কর্মীরা তাকে ঠ্যাং ভেঙে বের করে দিবে। এগুলোকে ডিক্টেটরশিপ বলে। এগুলো হলো চরমপন্থা, একনায়কতন্ত্র, এটাকে বাকশাল বলা হয়। আরও বলেন, ১৯৭৩ এর নির্বাচন প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল, সে সময় ২৯৩ টি সিট আওয়ামী লীগ এককভাবে পেয়েছিলো। ১৯৯৬ থেকে বিএনপির আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। এককভাবে সে নির্বাচন বিএনপি উপহার দিয়েছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!