আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-ভারত সীমান্তে বেড়েছে অস্ত্র চোরাচালান। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সম্প্রতি মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি মার্কিন তৈরি পিস্তল, নয়টি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বিজিবির ধারণা, এই অস্ত্রগুলো নির্বাচনী সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে দেশে আনা হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১২৯ কিলোমিটার সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরেই অবৈধ বাণিজ্যের ঝুঁকিতে রয়েছে। ঢাকায় এক রাজনৈতিক নেতাকে গুলি করার ঘটনার পর বিজিবি সীমান্তে বিশেষ অভিযান ও অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করেছে। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র প্রবেশের পরিকল্পনা ছিল, যা প্রতিরোধে বিজিবি এখন আগের চেয়ে বেশি সতর্ক।
নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, বিদেশি অস্ত্রের এই প্রবাহ নির্বাচনী সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে। বিজিবি সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করেছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।