Web Analytics

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নাতি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কৃষক উইংয়ের প্রধান সমন্বয়কারী আজাদ খান ভাসানী দলটি থেকে পদত্যাগ করেছেন। জামায়াতের সঙ্গে এনসিপির জোট হওয়ার খবর প্রকাশের পর রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ওই ঘটনার পর দলটির আরও কয়েকজন নেতা পদত্যাগ করেছেন বলে জানা গেছে।

আজাদ তার পোস্টে উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, মওলানা ভাসানীর গণমানুষনির্ভর ও বৈষম্যবিরোধী রাজনীতির আদর্শে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়েই তিনি কাজ শুরু করেছিলেন। তবে বাস্তবে তিনি দলের মধ্যে সেই আদর্শ ও ত্যাগের গভীরতার ঘাটতি অনুভব করেছেন।

তিনি জানান, মুক্তিযুদ্ধ ও ভাসানীর রাজনৈতিক আদর্শের প্রতি দায়বদ্ধতা রক্ষার জন্যই এনসিপির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেছেন। তরুণ নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে তিনি তাদের সঠিক পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!