Web Analytics

মানবিক উদ্যোগে পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের মাদারবাড়ীয়া গ্রামের এতিম ভাই-বোন মরিয়ম ও ইসমাইলের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। সামাজিক যোগাযোগমাধ্যমে দুই শিশুর অসহায়ত্ব নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের ভিত্তিতে তিনি তাৎক্ষণিকভাবে সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তাদের খোঁজ নিতে এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে আয়োজিত এক মানবিক কর্মসূচিতে বিএনপির কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন তারেক রহমানের পক্ষ থেকে দুই শিশুর হাতে আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, যিনি শিশুদের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন দুই শিশুর পড়াশোনার জন্য মাসিক শিক্ষাবৃত্তির ঘোষণা দেন। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী, সাংবাদিক ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।