এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচন কমিশনে আমাদের সব নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছে। শাপলা হচ্ছে গণমানুষের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতীক। তাই আমরা শাপলা প্রতীক হিসেবে চেয়েছি। তিনি বলেন, দেশব্যাপী আমাদের সাংগঠনিক বিস্তার চলছে। আমাদের সাংগঠনিক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্যমাত্রার সর্বোচ্চটাই দেওয়াই আমাদের লক্ষ্য থাকবে। আরো বলেন, আমাদের প্রতি মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আমরা অপূর্ণতা প্রশ্ন করে জানতে চাচ্ছি। সরকার ইতোমধ্যে ৩০ কর্মদিবসের সময় দিয়েছে। আশা করছি, এই সময়ের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে।