Web Analytics

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের প্রার্থী মোশারফ হোসেনের বিরুদ্ধে জাল বিএসএস সনদ তৈরির অভিযোগে মামলা হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার মাসুদ আলী মামলাটি দায়ের করেন, অভিযোগে বলা হয় মোশারফ ১৯৯৩–৯৪ শিক্ষাবর্ষে তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাল সনদ সংগ্রহ করেন। সিংড়া আমলি আদালত মামলাটি গ্রহণ করে আগামী ১ মার্চের মধ্যে নাটোর পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। বাদীর দাবি, ওই জাল সনদ ব্যবহার করে মোশারফ ২০২৪ সালের ডিসেম্বরে একটি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি হন। সাবেক এমপি মোশারফ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও তার জনপ্রিয়তা নষ্টের ষড়যন্ত্র। তিনি দাবি করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বৈধভাবে সনদ সংগ্রহ করেছেন এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!