যৌন নিপীড়ক জেফরি এপস্টেইনের নতুন প্রকাশিত ইমেইলে দাবি করা হয়েছে, সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভুক্তভোগীদের বিষয়ে জানতেন। মার্কিন কংগ্রেসের হাউস ওভারসাইট কমিটির ডেমোক্র্যাট সদস্যরা প্রকাশিত ইমেইলগুলোতে দেখা যায়, ২০১১ সালে এপস্টেইন গিসলেইন ম্যাক্সওয়েলকে লিখেছিলেন যে ট্রাম্প তার বাড়িতে এক ভুক্তভোগীর সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন। ২০১৯ সালের আরেক ইমেইলে সাংবাদিক মাইকেল উলফকে তিনি লেখেন, ট্রাম্প মেয়েদের ব্যাপারে জানতেন এবং ম্যাক্সওয়েলকে থামাতে বলেছিলেন। হোয়াইট হাউস ও ট্রাম্প এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে। এপস্টেইনের সম্পত্তি থেকে পাওয়া ২৩ হাজার নথির অংশ হিসেবে ইমেইলগুলো প্রকাশিত হয়, পরে রিপাবলিকানরা আরও ২০ হাজার পৃষ্ঠা প্রকাশ করে। এই ফাঁসের ফলে ট্রাম্প-এপস্টেইন সম্পর্ক নিয়ে পুরোনো বিতর্ক আবারও সামনে এসেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।