জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, ইরান সরকারের শেষ দিন ও সপ্তাহগুলো চলছে। তিনি বলেন, যখন কোনো সরকার কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতা ধরে রাখে, তখন তার কার্যকারিতা শেষ হয়ে যায়। জনগণ এখন সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। তার এই মন্তব্য আসে ইরানে চলমান সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে।
ইরানে সহিংসতা বেড়ে যাওয়ায় ইউরোপের বিভিন্ন দেশ নিজ দেশে ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, রাষ্ট্রদূতকে তলব করে বিক্ষোভ দমনের তীব্র নিন্দা জানানো হয়েছে। ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, ইরান সরকার নীরবে হত্যা ও দমন চালানোর জন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর, যখন তেহরানে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের মূল্য হঠাৎ পড়ে যায় এবং দোকানিরা রাস্তায় নামে।
এই বিক্ষোভ এখন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে, যেখানে নিরাপত্তা কর্মীসহ প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।