পবিত্র ঈদুল আজহার কারণে আজ (৭ জুন) ঢাকা মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামীকাল (৮ জুন) সকাল ৮টা থেকে ৩০ মিনিট পরপর আংশিক ট্রেন চলবে। ৯ জুন থেকে চলবে সরকারি ছুটির সময়সূচি অনুযায়ী। যাত্রীদের আগেই জানানো হয়েছে। ৫ জুন থেকে ১০ দিনের সরকারি ছুটি শুরু হয়েছে, যা সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে প্রযোজ্য। এবারের ঈদে ছুটির মেয়াদ ঈদুল ফিতরের চেয়েও বেশি।