দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের কাছে বেকারসডাল টাউনশিপে এক বারে বন্দুক হামলায় অন্তত নয়জন নিহত ও দশজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত ১টার কিছু আগে প্রায় ১২ জন সশস্ত্র ব্যক্তি দুটি গাড়িতে করে এসে বারের ভেতরে গুলি চালায়। পালিয়ে যাওয়ার সময়ও তারা গুলি চালাতে থাকে। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
জাতীয় ও প্রাদেশিক অপরাধ ইউনিট, তদন্তকারী ও গোয়েন্দা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে, তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চলতি মাসের শুরুতে প্রিটোরিয়ার কাছেও এক বারে একই ধরনের হামলায় ১২ জন নিহত হয়েছিলেন। সাম্প্রতিক এসব ঘটনা দক্ষিণ আফ্রিকায় সহিংস অপরাধ ও অস্ত্র সহিংসতা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে। পুলিশ জনগণকে তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে।