সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে দায়ের করা পূর্বাচল নতুন শহর প্রকল্পের দুর্নীতি মামলার রায় ঘোষণার তারিখ আগামী ২৭ নভেম্বর নির্ধারণ করেছেন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অভিযোগে বলা হয়েছে, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে সরকারি জমি নিজেদের নামে বরাদ্দ নিয়েছেন এবং মিথ্যা হলফনামা দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) গত বছরের ডিসেম্বর থেকে তদন্ত শুরু করে এবং চলতি বছরের মার্চে ছয়টি মামলায় ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। ৩১ জুলাই থেকে ঢাকার চতুর্থ ও পঞ্চম বিশেষ জজ আদালতে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। উচ্চপর্যায়ের রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকায় মামলাটি জনমনে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।