বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাকর্মীরা শনিবার রাত ১০টার দিকে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। হবিগঞ্জ জেলার সদস্যসচিব ও জুলাই যোদ্ধা মাহাদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে রাত ৯টায় সংগঠনের ফেসবুক পেজে অবস্থান ঘোষণার কর্মসূচি জানানো হয়। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের এক আইনজীবীর বাসা থেকে পুলিশ মাহাদীকে আটক করে। হবিগঞ্জ শাখার আহ্বায়ক আরিফ তালুকদার জানান, পুলিশ জানিয়েছে মাহাদীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তবে সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
সংগঠনটি এক ঘণ্টার আলটিমেটাম দিয়ে মাহাদীর মুক্তি দাবি করে, অন্যথায় সারা দেশে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয়। নির্ধারিত সময় পেরিয়ে কোনো পদক্ষেপ না আসায় রাত ১০টা ১৫ মিনিটে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু হয় এবং ছাত্র-জনতাকে সেখানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। এর আগে মাহাদীর একটি বক্তব্যের ভিডিও ভাইরাল হয়, যেখানে তিনি শায়েস্তাগঞ্জ থানার ওসির সঙ্গে এক ছাত্রনেতার গ্রেপ্তার নিয়ে কথা বলছিলেন।
সংগঠনটি জানিয়েছে, মাহাদীকে দ্রুত মুক্তি না দিলে তারা দেশব্যাপী আন্দোলন জোরদার করবে।