বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’ ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে। এই সময়ে রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া শ্রীমঙ্গল, কুমিল্লা, নওগাঁ, গোপালগঞ্জ ও রাজশাহীতেও তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রির মধ্যে নেমেছে। সাধারণত তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে বলে ধরা হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, ডিসেম্বর মাসে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে, যা মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে। উত্তরাঞ্চলের বাসিন্দাদের ঠান্ডাজনিত অসুস্থতা ও কৃষিতে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।