মাওলানা মামুনুল হক বলেছেন, আগামী ৩ মের আগে নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করতে হবে। যদি এ প্রস্তাব প্রত্যাহার করা না হয় তাহলে সোহরাওয়ার্দী উদ্যান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব। তিনি বলেন, আল্লাহর কুরআনের বিরুদ্ধে ইসলামকে কটাক্ষপূর্ণ এ ধরনের সুপারিশ করার দায়ে নারী কমিশনে থাকা প্রতিটি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। কুরআনবিরোধী কোনো অপশক্তির ঠাঁই বাংলাদেশে হবে না। আরো বলেন, আমরা সংস্কার কার্যক্রমকে শুরু থেকেই সাধুবাদ জানিয়েছি। ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে পাঁচটি সংস্কার কমিশনের প্রস্তাবনাকে আমরা স্বাগত জানিয়েছি। তবে এই কমিশনের প্রতিবেদনে বিস্মিত!